বাংলাদেশ ইস্যুপ্রধান দেশ। এখানে প্রায় ৫০% লোক কোনো না কোনোভাবে বিভিন্ন ইস্যুর সঙ্গে জড়িত, যদিও বাকিরা এখনো ফেসবুক ব্যবহার করা শেখেনি। প্রিয় পাঠক, হাস্যরস আজ কাল্পনিকভাবে খুঁজে বের করার চেষ্টা করবে ইস্যু হলে সাধারণত কাদের লাভ হয়।
১. ফেসবুক
ফেসবুকের প্রতিষ্ঠাতা ফেসবুকের প্রমোশনের জন্য বিভিন্ন দেশে টাকা খরচ করে থাকেন। কিন্তু বাংলাদেশে সেটা করতে হয় না। কারণ, দেশে ইস্যু নিয়ে ফেসবুকে যে হারে পক্ষে-বিপক্ষে স্ট্যাটাস-পাল্টা স্ট্যাটাস লেখা হয়, তাতে প্রমোশনের কাজ ফ্রিতে হয়ে যায়।
২. ফেসবুক সেলিব্রিটি
একটা ইস্যুই পারে একজন সাধারণ ফেসবুকারকে রাতারাতি লাইকপতি, অর্থাৎ ফেসবুক সেলিব্রিটি করে ফেলতে। তা ছাড়া জানেনই তো, আজকের ফেসবুক সেলিব্রিটি আগামী দিনের বুদ্ধিজীবী।
৩. বুদ্ধিজীবী
চা পাতা ছাড়া যেমন চা কল্পনা করা যায় না, ঠিক তেমনি ইস্যু ছাড়া বুদ্ধিজীবী কল্পনা করা যায় না। সুতরাং দেশে যত ইস্যু হবে, বুদ্ধিজীবীদের চাহিদা তত বাড়বে।