ক্রিকেটে সিলেটি ধারাভাষ্য

মজার সবকিছু November 12, 2017 1,283
ক্রিকেটে সিলেটি ধারাভাষ্য

আমরা বাংলা, ইংরেজি ও হিন্দিতে ক্রিকেট খেলার ধারাভাষ্য শুনেছি টেলিভিশনে। কিন্তু বাংলাদেশের সিলেটি ভাষায় যদি ধারাভাষ্য দেওয়া হয় ক্রিকেট খেলার, তাহলে কেমন হয়? চলুন জেনে নিই।


১. মাশরাফি বল নিয়া দৌড়ি দৌড়ি আইরা। আম্পায়াররে অতিক্রম খরিয়া বল খরছইন। বল মিডল ইস্ট্যাম্পও আছিল, ব্যাটসম্যান রক্ষণাত্মক শট খেলাইছইন।

যা বলা হয়েছে : বল হাতে দৌড় শুরু করেছেন মাশরাফি। আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন। বল মিডল স্টাম্পে থাকায় ব্যাটসম্যান রক্ষণাত্মক শট খেলেছেন।


২. যে জোরে বাড়ি দিছইন সাকিব! ছক্কা অইগেছে!

যা বলা হয়েছে : সজোরে ব্যাট চালিয়েছেন সাকিব! ছক্কা!


৩. বাইড়াইয়া বল ফাটাই ফালাইদিরা তামিম!

যা বলা হয়েছে : আক্রমণাত্মক ব্যাটিংয়ে বলের সুতো যেন বের করে ফেলছেন তামিম!


৪. আইজকু মুশফিক ফুরা ফর্মও আছইন! যে ভালা খেলাইরা!

যা বলা হয়েছে : মুশফিক আজ দারুণ ফর্মে! দুর্দান্ত খেলছেন!


৫. গতির ঝড় তুলছইন রুবেল! ব্যাটসম্যান অখলরে খাফাই ফালাইদিরা!

যা বলা হয়েছে : গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরাচ্ছেন রুবেল!


৬. সিলেটর এস্টেডিয়ামও আইজকু চাইর-ছক্কার বন্যা অইগেছে!

যা বলা হয়েছে : সিলেট স্টেডিয়ামে আজ যেন চার-ছক্কার বন্যা বইছে!


৭. ব্যাটসম্যান অখলর তাণ্ডবে কোনানও বল ফালাইতা, ইতা যেন বুজিয়া উঠতা ফাররা না বোলার অখল!

যা বলা হয়েছে : ব্যাটসম্যানদের তাণ্ডবে কোথায় বল ফেলবেন, তা যেন বুঝে উঠতে পারছেন না বোলাররা!


৮. অউমাত্র আউট অইগেছইন লিটন। মাথা তলে দি দিয়া তাইন মাঠ ছাড়ি দিরা।

যা বলা হয়েছে : এইমাত্র আউট হয়ে গেলেন লিটন। মাথা নিচু করে মাঠ ছাড়ছেন তিনি।


৯. মাইনষে হাউক্কাইয়া মাঠ মাথাত তুলিলাইরা!

যা বলা হয়েছে: উল্লসিত চিৎকারে স্টেডিয়াম যেন মাথায় তুলছেন দর্শক!


১০. ড্যারেন স্যামির বলও ইমরুল কায়েস যে ছয় মারছইন, ইকটা বউত দিন মনও তাখবো!


যা বলা হয়েছে : ড্যারেন স্যামির বলে ইমরুলের কায়েসের ছয়ের শটটি বহুদিন মনে থাকবে!