যে কারণে মারা যাবেন হুররাম সুলতান

মজার সবকিছু November 6, 2017 1,789
যে কারণে মারা যাবেন হুররাম সুলতান

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বাংলায় ডাবিংকৃত ভিনদেশি ধারাবাহিক সুলতান সুলেমানের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘হুররাম সুলতান’। একেবারে সাধারণ দাসী থেকে সুলতান সুলেমানের স্ত্রী হয়ে ওঠা হুররাম সুলতান আজ মারা যাবেন। কিন্তু কেন? হাস্যরসের কাল্পনিক তদন্তে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। আসুন পড়ে নিই।


১. ইব্রাহিম পাশাকে নিয়ে ভয়াবহ গুটিবাজি করেছিলেন হুররাম সুলতান। যার কারণে শত শত বাংলাদেশি দর্শকের আবেগ উপেক্ষা করে শুধু হুররাম সুলতানের জন্য করুণ মৃত্যু হয়েছিল ইব্রাহিম পাশার। হতে পারে ইব্রাহিম পাশা ভক্তদের অভিশাপে মরতে যাচ্ছেন হুররাম সুলতান।


২. এমন একটা সময় হুররাম সুলতানের মৃত্যু হতে যাচ্ছে, যখন কি না সারাদেশের মানুষ বিপিএল নিয়ে মেতেছে। হতে পারে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী এই সময়টা বেছে নিয়েছে হুররাম সুলতানকে হত্যা করার জন্য।


৩. হুররাম সুলতান দাসী থেকে হয়েছেন রানি। হতে পারে রাজপ্রসাদে নতুন কোনো সুন্দরী দাসী এসেছে, যার জন্য তার এ অবস্থা। কেননা কবি বলেছেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দাও স্থান।