জ্যোতিষ মতে, রুপার একটি আংটিই আপনার ভাগ্যে এমন কিছু পরিবর্তন আনতে পারে, যাতে বদলে যেতেই পারে আপনার জীবনের ছক। সোনা কিতনা সোনা হ্যায় গাইতেই পারেন আপনি।
কিন্তু বৈদিক জ্যোতিষ জানাচ্ছে, সোনার থেকেও দামি এর ধাতুর কথা। সেই ধাতু রুপা। জ্যোতিষ মতে, রুপার একটি আংটিই আপনার ভাগ্যে এমন কিছু পরিবর্তন আনতে পারে, যাতে বদলে যেতেই পারে আপনার জীবনের ছক।
•জ্যোতিষ মতে, বৃহস্পতি ও চন্দ্রের জন্য রুপাই সব থেকে কার্যকর ধাতু। ফলত, শারীরিক সমস্যা থেকে মুক্তির দিশা হয়ে দাঁড়াতে পারে রুপার আংটি।
•কিন্তু যে কোনও আঙুলে রুপার আংটি ফল না-ও দিতে পারে। কনিষ্ঠা বা কড়ে আঙুলে রুপার আংটি ধারণকেই প্রেসক্রাইব করে বৈদিক জ্যোতিষ।
•বাজারে থেকে রুপার আংটি কিনে সঙ্গে সঙ্গে তাকে ধারণ করবেন না। কোনও একটি বৃস্পতিবার পরিষ্কার জলে আংটিটিকে ডুবিয়ে রাখুন সারা রাত।
•আংটি ধারণের আগে চন্দনে একবার ডুবিয়ে নিলে ভাল হয়। এতে শুভশক্তি আকৃষ্ট হবে আপনার প্রতি।
•বৃহস্পতি ও চন্দ্রের প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে রুপা। এর ফলে কোনও সিদ্ধান্ত গ্রহণের কালে আপনি স্থির থাকতে পারবেন।
•আপনার চন্দ্রের স্থান দুর্বল হলে রুপার আংটি তাকে সবল করে তুলতে পারে। সর্দি-কাশি-ব্যথা-বেদনা থেকে মুক্তি দিতে পারে রুপার আংটি।
•শুধু নিজের শরীর নয়, মা কিংবা স্ত্রীর সুস্বাস্থ্যকেও নিশ্চিত করতে পারে আপনার ধারণ করা রুপার আংটি।
তথ্যসূত্রঃ ইন্টারনেট