টাকা ধার নিয়েছিলাম

পাঁচমিশালী কৌতুক November 4, 2017 965
টাকা ধার নিয়েছিলাম

এক লোক তার এক পরিচিতের কাছে কিছু টাকা পাবেন। কিন্তু বাসায় এসে তাকে পান না। এবার একটু কৌশলের আশ্রয় নিয়ে অনেকক্ষণ কলিংবেল চাপলেন। বের হলেন এক ভদ্রমহিলা-


ভদ্রমহিলা : কী চাই?


আগন্তুক : আপনার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছি। উনি কি বাসায় আছেন?


ভদ্রমহিলা : কেন, বলুন তো?


আগন্তুক : না, মানে সামান্য কিছু টাকা...


ভদ্রমহিলা : ও তো বাসায় নেই। গতকাল বিকেলে মেয়ের বাসায় বেড়াতে গেছে।


আগন্তুক : মানে, ওনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তো, সেটা শোধ করতে এসেছিলাম।


ভদ্রমহিলা : ও! তাই, কাল মেয়ের বাসায় ও গিয়েছিল ঠিকই, কিন্তু রাতেই আবার চলে এসেছে। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি।