গান শুনে কি কখনো গায়ে কাঁটা দেয়? তাহলে আপনি স্পেশাল!

লাইফ স্টাইল November 2, 2017 1,262
গান শুনে কি কখনো গায়ে কাঁটা দেয়? তাহলে আপনি স্পেশাল!

আপনার কি কখনো কখনো বিশেষ কোনো গান শুনে বা সিনেমা দেখে গায়ে কাঁটা দিয়ে ওঠে লোম খাড়া হয়ে যায়? বন্ধু-বান্ধব, আত্মীয়দের থেকে এই কথাটা মাঝেমধ্যেই শুনে থাকি আমরা। বিশেষত, কোনও দৃশ্য দেখলে বা কোনও গান শুনলে, তাঁদের নাকি গায়ে কাঁটা দিয়েছিল। ইংরেজিতে একে বলে ‘গুসবাম্পস্’। কিন্তু, আদৌ কি গায়ে কাঁটা দেয়?


বিশেষজ্ঞরা জানিয়েছেন, না, কাঁটা দেওয়ার অর্থ তা নয়। এর অর্থ অন্য। কোনও কিছু শুনে বা দেখে শরীরে বিশেষ কোনও অনুভূতি হলে, বুঝতে হবে ওই গান বা দৃশ্য-এর আবেগকে বিশেষভাবে আত্মস্থ করছেন আপনি। এই ধরনের মানুষরা আর পাঁচজনের থেকে আলাদা হন।


হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাথু স্যাচ সম্প্রতি এই তথ্য জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক জার্নালে। ম্যাথুর মতে, এই ধরনের বিশেষ অনুভূতিসম্পন্ন মানুষদের মস্তিষ্ক আর পাঁচজনের থেকে আলাদা হয়। অর্থাৎ, এদের ব্রেন আবেগ বা অনুভূতিকে বিশেষভাবে গ্রহণ করতে পারে। তাই এই ধরনের মানুষরা ‘বিরল’ হন। এরা সত্যিই স্পেশাল মানুষ।


সূত্র: দ্য ইনডিপেনডেন্ট