সেক্সে আপত্তি, স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী

ভয়ানক অন্যরকম খবর October 31, 2017 5,038
সেক্সে আপত্তি, স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী

সেক্স করতে অস্বীকার করায় মহিলার যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী। এবার এমনই নৃশংস ঘটনা ঘটল উত্তর প্রদেশে।সূত্রের খবর, উত্তর প্রদেশের কনৌজে সম্প্রতি এক মহিলার যৌনাঙ্গে অ্যাসিড ঢালার অভিযোগ ওঠে তাঁর স্বামী বিরুদ্ধে।


জানা যায়, যৌন সম্পর্ক গড়তে অস্বীকার করায় চোটে যান ওই মহিলার স্বামী। এরপর তিনি আচমকাই স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দেন বলে অভিযোগ। মহিলার চিত্কারে আশপাশের মানুষ ছুটে এলে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


সূত্রঃ জিনিউজ