![ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর ১০ স্থান](https://bdup24.com/thumb.php?src=media/2018/06/janabd-711f847d33812ecfe772d196a83d5c6a.jpg&w=144&h=96)
![ঘুরে আসুন তেওতা জমিদার বাড়ি থেকে](https://bdup24.com/media/2017/10/janabd-64b77cea8a248093c49a2f896d5e22d7.jpg)
তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত।
ইতিহাসবিদদের মতে, সতেরশ' শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার। জনশ্রুতি অনুসারে, পঞ্চানন সেন এক সময় খুবই দরিদ্র ছিলেন ও দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধসম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদটি নির্মাণ করেন।
পরবর্তিতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শংকর ও হেমশংকর নাম দুজন ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুজনেই ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়।
এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। এ প্রসাদেই নজরুল, প্রমীলা দেবীর প্রেমে পড়েন ও লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়/সেকি মোর অপরাধ
তেওতা জমিদার বাড়িটি মোট ৭.৩৮ একর জমি নিয়ে স্থাপিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরণের স্থাপনা ও একটি বড় পুকুর। প্রাসাদের মূল ভবনটি লালদিঘী ভবন নামে পরিচিত।
এখানে একটি নটমন্দিরও রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আর বেশ কয়েকটি মঠ। সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে ৫৫টি।
![ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর ১০ স্থান](https://bdup24.com/thumb.php?src=media/2018/06/janabd-711f847d33812ecfe772d196a83d5c6a.jpg&w=144&h=96)
![ঘুরে আসতে পারেন সৌন্দর্যের লীলাভূমি সিলেট](https://bdup24.com/thumb.php?src=media/2018/05/janabd-58f8c46640e1a2ba4057a3b8873b4ca9.jpg&w=144&h=96)
![ঘুরে আসুন পাথুরে জাদুঘর থেকে](https://bdup24.com/thumb.php?src=media/2018/03/janabd-1947db12994f98e1acd39c90b50b44b7.jpg&w=144&h=96)
![ঘুরে আসুন নান্দনিক সৌন্দর্যের অভয়ারন্য ফয়েজলেক](https://bdup24.com/thumb.php?src=media/2018/03/janabd-4745b78574ff367858dd7b8935aa72b8.jpg&w=144&h=96)
![ঢাকার কাছেই ঘুরে আসুন ‘ছোট কক্সবাজার’ থেকে](https://bdup24.com/thumb.php?src=media/2018/01/janabd-f817154f97e447b8b003591c9bd5537a.jpg&w=144&h=96)
![স্বর্গের ঝলক- বিরিশিরি](https://bdup24.com/thumb.php?src=media/2017/12/janabd-e29f5fdb115d065b9b4b576ecd1e5e53.png&w=144&h=96)
![ভ্রমণ : প্রাচীনতম রেইন ফরেস্ট 'তামান নেগারা'](https://bdup24.com/thumb.php?src=media/2017/12/janabd-d54a32f3cac63d74186a9c56cc128b8e.jpg&w=144&h=96)
![কতবেল এর যত উপকারিতা](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-7ec66becab0b8ceff045cb4470e09621.jpg&w=144&h=96)
![নাগবল্লী (Dhobi Tree) - ফুল পরিচিতি](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-cc825f9b1530f9c76dba8bb58c8257ce.jpg&w=144&h=96)
![কেন খাবেন পুষ্টিতে ভরপুর ও ঔষধি গুণের আনারস?](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-24c1584e70b4e3d58f5d62e6a1885c14.jpg&w=144&h=96)