আমি আসলে মোরগ

পাঁচমিশালী কৌতুক October 29, 2017 1,304
আমি আসলে মোরগ

ক্রমাগত লস খাওয়ার পর এক বাংলাদেশি পোল্ট্রি ব্যবসায়ী একবার ক্ষেপে গিয়ে তার সব মুরগীকে বললেন-


মালিক : আগামীকাল থেকে যদি প্রতিদিন ২টা করে ডিম না দিস তাইলে ধরে জবাই করে খেয়ে ফেলব!


এরপর থেকে প্রত্যেক মুরগী প্রতিদিন ২টি করে ডিম দিতে লাগলো! শুধু একটি বাদে! ওইটা প্রতিদিন একটি করেই ডিম পারতে লাগলো! ব্যবসায়ী ক্ষেপে গিয়ে বললেন-


মালিক : কিরে! তোর তো সাহস কম না! এতো বড় হুমকি দিলাম, এরপরও একটি করে ডিম পারতেছিস!


মুরগী : জনাব! আপনার ভয়ে বহু কষ্টে একটা করে ডিম পারতেছি! আমি আসলে মোরগ!