দক্ষিণ ভারতীয় এই চাটনি খেতে পারেন বিভিন্ন খাবারের সঙ্গে। দোসার সাথে এটি যেমন মুখরোচক, তেমনি নানরুটি অথবা পরোটা দিয়েও খেতে পারেন অনায়াসে। জেনে নিন কীভাবে নারকেলের চাটনি বানাবেন।
▶উপকরণ
কোড়ানো নারকেল- ১ কাপ
কাঁচামরিচ- ২টি
আমন্ড- ৫টি
কারিপাতা- কয়েকটি
ছোলার ডাল- দেড় চা চামচ
তেল- ১ টেবিল চামচ
শুকনা মরিচ- ২টি
সরিষা- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
▶প্রস্তুত প্রণালি
কোড়ানো নারকেল, কাঁচামরিচ, আমন্ড, কারিপাতা ও ভিজিয়ে রাখা ১ চা চামচ ছোলার ডাল একসঙ্গে ব্লেন্ড করে নিন। সামান্য পানি দিন। নারকেলের পেস্ট একটি পাত্রে নিন। প্যানে তেল গরম করুন। সরিষা, শুকনা মরিচ, কারিপাতা ও আধা চা চামচ ছোলার ডাল দিয়ে দিন তেলে। ভাজা ভাজা হলে নারকেলের পেস্ট দিয়ে দিন। স্বাদ মতো লবণ দিন। ভালো করে নেড়ে নামিয়ে পরিবেশন করুন নারকেলের চাটনি।