হোটেলে নতুন চাকরি পেয়েছে এক রিসিপশনিস্ট। প্রথম দিনে তার বস তাকে বুঝিয়ে দিচ্ছিলেন অতিথি আপ্যায়নের খুঁটিনাটি বিষয়-
বস : শোনো, নতুন কোনো অতিথি এলেই তাদের আপন করে নেবার চেষ্টা করবে। যেমন- তোমার ডেস্কে এলেই তাদের নাম ধরে শুভেচ্ছা জানাবে।
রিসিপশনিস্ট : কিন্তু স্যার, নতুন অতিথির নাম জানবো কী করে?
বস : খুব সোজা, তাদের সুটকেসের গায়েই দেখবে তাদের নাম লেখা আছে।
প্রয়োজনীয় বিষয়গুলো বুঝে নিয়ে প্রথম ডেস্কে বসলো রিসিপশনিস্ট। কিছুক্ষণ পর এক দম্পতি এসে ঢুকলো। রিসিপশনিস্টের কাছে আসতেই সে বিগলিত হাসি হেসে বলে উঠলো-
রিসিপশনিস্ট : স্বাগতম মিস্টার অ্যান্ড মিসেস জেনুইন লেদার।