বাসার কলিং বেল নষ্ট

পাঁচমিশালী কৌতুক October 28, 2017 2,513
বাসার কলিং বেল নষ্ট

এক বাড়িওয়ালা মফিজকে ফোন করে বললেন তার বাসার কলিং বেলটা নষ্ট। মফিজ যেন জরুরি ভিত্তিতে এসে সেটা ঠিক করে দেন।


একদিন যায়, দু’দিন যায়। পুরো চার দিন পেরিয়ে যাওয়ার পরও মফিজের কোন নামগন্ধ না পেয়ে বাড়িওয়ালা এবার রেগেমেগে মফিজকে আবার ফোন করলেন-


বাড়িওয়ালা : আপনাকে না চার দিন আগে বলেছি, বাসার কলিং বেলটা নষ্ট। আপনার তো দেখাই পাচ্ছি না।


মফিজ : কী যে বলেন। আমি গিয়েছিলাম ঠিকই। কিন্তু অনেকক্ষণ বাসার বেল চেপে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে শেষে ফিরে এসেছি।