তোর বাম চোখ এমন ফুলে আছে কেন রে, মুরাদ?
কাল আমার বৌ পারিশা খাতুনের জন্মদিন ছিল।
তো?
জন্মদিনের কেক-এ লিখতে দিয়েছিলাম: ‘হ্যাপি বার্থ ডে পারিশা খাতুন’। কিন্তু বাসায় ফিরে কেক খুলে মোমবাতি লাগাতে গিয়ে দেখি তাতে লেখা: হ্যাপি বার্থ ডে পেরেশান খাতুন!
বলিস কী? তারপর!
কেকের ছবি তোলার জন্য ওর হাতে মোবাইল ফোন ছিল। সেটা দিয়েই মারলো... উঁ উঁ উঁ...