ফরমালিন ও ফরমালিটি—দুটো আলাদা বিষয়। কিন্তু হাস্যরসের কাল্পনিক তদন্তে উঠে এসেছে এটি নিয়ে কিছু কাল্পনিক চাঞ্চল্যকর তথ্য। আসুন, পড়ে মজা নিই।
প্রথম তথ্য
ফরমালিন
সুখ ছাড়া যেমন দুঃখ কল্পনা করা যায় না, ঠিক তেমনি ফরমালিন ছাড়া দেশের ফলমূল কল্পনা করা যায় না। তাই তো এখন ফরমালিনকে অনেকে আদর করে 'ফলমারিন' বলে সম্বোধন করে।
ফরমালিটি
একসময় ছিল মানুষের পাঁচটি মৌলিক অধিকার—খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। কিন্তু ইদানীং অলিখিতভাবে একটা বেড়েছে, সেটা ফরমালিটি। এই যেমন প্রথম প্রেমিকা লস প্রজেক্ট জেনেও অনেক প্রেমিক হিউজ ইনভেস্টমেন্ট করে ফেলে, অর্থাৎ গিফট দেয়। যা ছ্যাঁকা খাবার পর আর ফেরত পায় না।
দ্বিতীয় তথ্য
ফরমালিন
ফরমালিন শুধু ফলমূলে থাকে না, মাঝেমধ্যে রাস্তাঘাটেও থাকে। এই যেমন রাস্তার ট্রাফিক জ্যাম, এটাও এক ধরনের ফরমালিন। আপনারা চাইলে এটাকে ট্রাফিক জ্যামালিন বলে সম্বোধন করতে পারেন।
ফরমালিটি
যাঁদের জন্য রাস্তার এত বেহাল অবস্থা হয়, মাঝেমধ্যে শুধু ফরমালিটি রক্ষা করার জন্য তাঁদের ভোট দিতে হয়। বোঝেন অবস্থা।
তৃতীয় তথ্য
ফরমালিন
ফরমালিনে আমি এতটাই আসক্ত হয়েছি যে এখন ফরমালিন ফলমূলে না পেলে মিস করতে শুরু করি।
ফরমালিটি
শুধু ফরমালিটি রক্ষা করার জন্য আজকাল অনেক স্বাধীন মানুষ পরাধীনতা ভোগ করে, অর্থাৎ বিয়ে করে ফেলে।