বাঁকানো ডিসপ্লের একটি ফোন আনতে কাজ করছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। ফোনটিতে কার্ভড নকিয়া নামে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ৮ জিবি র্যাম, ১২৮ জিবি রম এবং ৩২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে।
নকিয়ার নতুন এই ফোনটি হবে শতভাগ বেজেললেস ডিসপ্লের ফোন। এতে ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে ফোরকে রেজুলেশন পাওয়া যাবে।
কার্ভড নকিয়া ফ্লাগশিপ ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৬ চিপসেট থাকছে। এটি ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে। ৬ জিবি ভার্সনে থাকছে ১২৮ জিবি রম। ৮ জিবি র্যাম ভার্সনের ফোনটি পাওয়া যাবে ২৫৬ জিবি রমে।
ফোনটি আইপি ৬৮ সনদপ্রাপ্ত। অর্থাৎ এটি ধুলোবালি ও পানিরোধী। ৩ মিটার গভীর পানিতে ফোনটি ৩ ঘণ্টা সচল থাকবে।
ছবির জন্য ফোনটিতে ৩২ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা থাকছে। এর ফ্রন্ট ক্যামেরা হবে ৪২ মেগাপিক্সেলের।
ফোনটির মূল্য হবে ১০০০ ডলার। এটি আগামী বছরের শুরুতে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।