এক শ্রমিক কারখানায় কাজ করতে গিয়ে বাম হাত কেটে গেছে। সবাই বাড়িতে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। একজন বলল. . .
লোক : ভাই, তা-ও তোমার কপালডা ভালা, ডাইন হাত না কাইট্টা বাম হাত কাটছে।
শ্রমিক : আরে ব্যাডা কী কছ! আমার বুদ্ধি আছে না, যখনই দেখলাম ডান হাত কাটা পড়তেসে, তক্ষণি ডান হাত সরাইয়া বাম হাত দিয়া দিলাম।