দুই ভদ্রলোক বাসে যাচ্ছে। প্রথম ভদ্রলোক বললেন-
প্রথম ভদ্রলোক : ভাই আগুন আছে?
দ্বিতীয় ভদ্রলোক কিছু না বলে হাতের সিগারেটটি বাড়িয়ে দিয়ে বললেন-
দ্বিতীয় ভদ্রলোক : ভাই, আমি অর্থনীতির ছাত্র। তাই একটা ম্যাচের কাঠি বাঁচাইলাম।
প্রথম ভদ্রলোক সিগারেটটি পকেটে রেখে দ্বিতীয় ভদ্রলোকের সিগারেটটি টানতে লাগলেন। এবার দ্বিতীয় ভদ্রলোক বললেন-
দ্বিতীয় ভদ্রলোক : এটা কি করতেছেন ভাই, আমি দিলাম সিগারেট ধরানোর জন্য। আর আপনি কি না আমার
সিগারেটই টানতেছেন?
প্রথম ভদ্রলোক : আমি অর্থনীতিতে অনার্স, দু’জনে শেয়ার করে একটি সিগারেট বাঁচাইলাম।