অ্যাকুয়াস আর কমপ্যাক্ট নামে নতুন স্মার্টফোন উন্মোচন করল শার্প

মোবাইল ফোন রিভিউ October 22, 2017 795
অ্যাকুয়াস আর কমপ্যাক্ট নামে নতুন স্মার্টফোন উন্মোচন করল শার্প

এসেনশিয়াল ফোনের আদলে অ্যাকুয়াস আর কমপ্যাক্ট নামে নতুন স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করেছে শার্প। এসেনশিয়াল স্মার্টফোনের মতো ফিচার থাকলেও এতে বৃহদাকৃতির বেজেল এবং হোম বাটন আছে। ক্ষুদ্রাকৃতির স্মার্টফোনটি বেজেলহীন হলে আরও বেশি নজর কাড়তো।


শার্পের আগের অ্যাকুয়াস ২ স্মার্টফোনটির ডিজাইন প্রশসংসা কুঁড়িয়েছিল। কিন্তু এবারের স্মার্টফোনটির ডিজাইন নিয়ে সমালোচনা শুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। ফোনটি জাপানে বিক্রি হবে। ফোনটিতে আছে. . .


- ৪.৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে

- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর

- ৩জিবি র‌্যাম এবং ৩২জিবি স্টোরেজ

- ২,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

- ইউএসবি-সি

- ব্লুটুথ ৫.০

- কাস্টম স্কিনসহ অ্যান্ড্রয়েড ওরিও


হ্যান্ডসেটটি গোল্ড, সিলভার, ব্লাক এবং হোয়াইট রঙে বাজারে আসবে। ফোনটির বিক্রয়মূল্য এখনও জানা যায়নি।