অভিশাপমুক্ত হতে যে গ্রামে বিয়ে দেওয়া হয় মৃত সন্তানদের!

সাধারন অন্যরকম খবর October 19, 2017 1,696
অভিশাপমুক্ত হতে যে গ্রামে বিয়ে দেওয়া হয় মৃত সন্তানদের!

চীনের শাংক্সি প্রদেশে এক অদ্ভুত রীতি প্রচলিত রয়েছে। এখানে মৃত মানুষদের বিয়ে দেওয়া হয়। যেসব বাবা-মার পুত্র সন্তান অবিবাহিত অবস্থায় মারা গেছে তারাই আর এক অবিবাহিত মৃত কন্যার সঙ্গে তাঁদের ছেলের বিয়ে দেন। কারণ এই প্রদেশের মানুষেরা বিশ্বাস করেন, অবিবাহিত অবস্থায় কোনও সন্তান মারা গেলে সেই মৃত্যুর ফলে গোটা পরিবারটিই অভিশপ্ত হয়ে যায়।


সম্প্রতি এইরকম একটি বিবাহের খবর প্রচারিত হয়েছে চায়না রেডিওতে। তিন বছর আগে মৃত পুত্রের বিয়ে দিয়েছেন এক বাবা-মা আর এক মৃত কুমারীর সঙ্গে। এর জন্য অবশ্য সেই মৃত মেয়েটির পরিবারকে ২৭ হাজার মার্কিন ডলার যৌতুক দিতে হয়েছে তাদের। পরিবারকে অভিশাপমুক্ত করতে এই টাকার অঙ্ক কিছুই নয়, এমনটাই বলছেন এই বাবা-মা।