মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ২৩ মেগাপিক্সেল ক্যামেরার আসুস জেনফোন ভি স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। কালো রঙে ৩৮৪ মার্কিন ডলারে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।
আসুস জেনফোন ভি’তে ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আছে। ফোনটির ডিসপ্লেতে কর্নিং গ্লাসের লেয়ার আছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরযুক্ত ফোনটি অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলে। স্মার্টফোনটিতে ৪জিবি র্যাম এবং ৩২জিবি অভ্যন্তরীণ স্টোরেজ বিদ্যমান। তবে অতিরিক্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যাবে। ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ, ৪-এক্সিস ওআইএস, এফ/২.০ অ্যাপার্চার, সনি আইএমএক্স৩১৮ সেন্সরসহ ফোনটিতে ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। তা ছাড়া ফোনটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/২.০ অ্যাপার্চারসহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট শুটার আছে।
হ্যান্ডসেটের ফ্রন্ট প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। ফাস্ট চার্জিং প্রযুক্ত সমর্থিত ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। প্রতিষ্ঠানটির দাবি, ফোনটি ৩৭ মিনিটে ৬০ শতাংশ চার্জ হয়। হ্যান্ডসেটটি ফোরজি, ভিওএলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি সমর্থন করে।