পল্টুর মেয়ে তার বরের সাথে ছয় মাস পর ফিরে এসেছে কাঁদতে কাঁদতে-
পল্টু : এই কী হয়েছে, কাঁদছিস কেন?
মেয়ে : বাবা, তোমার জামাই আমাকে বাম গালে মেরেছে।
এই শুনে পল্টু তার মেয়ের ডান গালে পটাস করে একটা চড় মারলো-
মেয়ে : কী হল, মারলে কেন?
পল্টু : দেখ মা, আমার মেয়েকে ও মেরেছে, আমি ওর বউকে মারলাম।