যুবক : আসতে পারি?
কাজী : আসুন।
যুবক : ধন্যবাদ।
কাজী : বসুন এবং বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
যুবক : জ্বি মানে, একজন ছাত্রের বিয়ে করতে কী কী লাগে?
কাজী : কার জন্য?
যুবক : আমার জন্য।
কাজী : পাত্রী লাগবে, এসএসসি পরীক্ষার সনদ, দুই জন সাক্ষী, একশ’ টাকার স্ট্যাম্পের একটি দলিল। আর বাকি থাকে কাবিননামা। ওটার ব্যবস্থা আমি করব। বাকিগুলোর ব্যবস্থা আপনি করেন।
যুবক : সব ব্যবস্থাই করতে পারব, তবে একটা কথা ছিল।
কাজী : কী কথা?
যুবক : পাত্রীর এখানে আসাটা কী জরুরি? ওরে না জানায়া কাজটা সারা যায় না? ধরেন ওরে একটা সারপ্রাইজ দিলাম আর কি!