আপনার স্ত্রী কেমন আছেন?

পাঁচমিশালী কৌতুক October 16, 2017 1,475
আপনার স্ত্রী কেমন আছেন?

করম সাহেব এবং জরিনা বেগম স্বামী-স্ত্রী। দু’জনের মধ্যে কিছুতেই বনিবনা হচ্ছে না। দিন-রাত ঝগড়া লেগেই থাকে।


তারা গেছেন একজন পরামর্শকের কাছে। সব শুনে পরামর্শক করম সাহেবকে বললেন-


পরামর্শক : আপনাদের সমস্যাটা বুঝতে পেরেছি। শুনুন, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ কিলোমিটার হাঁটবেন।


একসপ্তাহ পর করম সাহেবকে ফোন করলেন পরামর্শক-


পরামর্শক : কী খবর করিম সাহেব, আছেন কেমন?


করম সাহেব : আমি তো খুবই ভালো আছি! আপনার পরামর্শ কাজে লেগেছে।


পরামর্শক : বাহ! আপনার স্ত্রী কেমন আছেন?


করম সাহেব : কী করে বলব? আমি তো বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে আছি!