কেন ব্রেকআপ হয়েছে?

পাঁচমিশালী কৌতুক October 16, 2017 1,142
কেন ব্রেকআপ হয়েছে?

এক ছেলে তার প্রেমিকার বার্থডেতে দেশে থাকবে না। তাই সে তার প্রেমিকার জন্য একটি ফুলের দোকানে গিয়ে কিছু ফুলের তোড়ার অর্ডার দিয়ে বললো জন্মদিনের দিন মেয়েটির বাসায় পাঠিয়ে দিতে। তারপর সে তার প্রেমিকাকে ফোন দিয়ে বললো-


প্রেমিকা : আমি তোমার জন্মদিনে তোমার বয়স যত বছর; ততগুলো ফুলের তোড়া উপহার দেব।


যে ফুলের দোকানে অর্ডার দেওয়া হয়েছিল তার মালিক ছিলো এক মহিলা। তার দোকান থেকে একসঙ্গে এতগুলো ফুলের তোড়া আর কেউ নেয়নি। তাই তিনি খুশি হয়ে ১০টি ফুলের তোড়া ফ্রি দিয়ে মোট ৩৪টি তোড়া পাঠালেন।


অথচ ছেলেটি আজও জানে না, কেন তাদের ব্রেকআপ হয়েছে!