এই ব্যক্তির কামড় খেয়ে পালালো ভয়ঙ্কর অজগর!

ভয়ানক অন্যরকম খবর October 15, 2017 2,920
এই ব্যক্তির কামড় খেয়ে পালালো ভয়ঙ্কর অজগর!

সাপের ভয়ে মানুষ পালায় কিন্তু এবার সাপ পালালো মানুষের ভয়ে। কখনো কী শুনেছেন সাপকে কামড়িয়েছে মানুষ! এই রকমই এক অবাক করা কাণ্ড ঘটেছে থাইল্যান্ডে। মানুষের দাঁতের কামড় খেয়ে পালাতে হল এক বিশাল আকৃতির অজগরকে।


সম্প্রতি থাইল্যান্ডের সামুত প্রাকানের একটি গাড়ির ইঞ্জিন পেঁচিয়ে রাখে একটি লম্বা অজগরক সাপ। অনেক চেষ্টা করেও ছাড়ানো যাচ্ছিলো না সাপটিকে। সাপটি এতো জটিল ভাবে পেঁচিয়ে ছিল যে, থাইল্যান্ডের নিরাপত্তা কর্মীরা অনেক চেষ্টা করেও ইঞ্জিন থেকে সাপটি বের করে আনতে পারেনি।


শেষমেশ রথিত নামের একজন কম্বোডিয়ান মানুষ তার দাঁত দিয়ে কামড়ে সাপটিকে গাড়ির ইঞ্জিন থেকে বের করে আনেন। প্রথমে তিনি খুব শক্ত করে সাপটির মাথা আটকে ধরেন,এর পর দাঁত দিয়ে সাপের লেজে কামড় দেন। রথিত বলেন, পেচিয়ে যাওয়া সাপ ছাড়ানোর জন্য তিনি একটি প্রাচীন পদ্ধতি অনুসরণ করেছেন মাত্র।


সূত্র: ডেইলি মেইল ।