স্ত্রীর নজর এড়িয়ে কি অবাক কাজ করতেন স্বামী!

সাধারন অন্যরকম খবর October 14, 2017 2,892
স্ত্রীর নজর এড়িয়ে কি অবাক কাজ করতেন স্বামী!

স্ত্রীর নজর এড়িয়ে একটু দুষ্টুমি করতে সব স্বামীই চান। কিন্তু পারেন কত জন, সেটা অবশ্যই তর্কের বিষয়। তবে আইরিশ প্লাম্বার পাটসি কে যা করেছেন, তেমন ভাবে স্ত্রী’র নজর এড়িয়ে দুষ্টুমি করতে হয়ত কেউ চাইবেন না।


স্ত্রীর নজর এড়িয়ে বাড়ি থেকে আটশো মিটার দূরে অবস্থিত পাবে যাওয়ার জন্য গোপন রাস্তা খুড়ে ফেলেছেন তিনি। শোয়ার ঘরের বিছানার তলা থেকে শুরু হয়েছে সুড়ঙ্গের রাস্তা, শেষ হয়েছে পাবের মহিলাদের শৌচালয়ের মধ্যে।


দীর্ঘ পনেরো বছর এই ভাবে চলার পরে ধরা পড়েছেন পাটসি কে। ধরা পড়েও নিরুত্তাপ তিনি। সোজাসাপ্টা উত্তর স্ত্রীর স্নায়ুর সমস্যার ফলে রাতে ঘুমিয়ে পড়লে তিনি চলে যেতেন পাবে। ফিরে আসতেন এক ঘন্টার মধ্যে।


পাটসি জানিয়েছেন, পাবের মালিকও তার আসা-যাওয়া দেখে অবাক হতেন। তিনি বুঝতে পারতেন না কোন পথে পাটসি পাবে ঢুকছেন।


কোন পথ দিয়ে পাটসি ফিরে যাচ্ছেন। ইংরেজি সিনেমা “The Shawshank Redemption” দেখেই পাটসির মাথায় এই ধরনের বুদ্ধি এসেছিল বলে কোর্টে জানিয়েছেন তিনি। সুড়ঙ্গ খুঁড়তে ব্যবহার করেছেন কাঁটা চামচ থেকে ড্রিল মেশিন।