যেভাবে ডিম দিবস উদযাপন করবেন

মজার সবকিছু October 13, 2017 1,602
যেভাবে ডিম দিবস উদযাপন করবেন

আজ বিশ্ব ডিম দিবস। নানান সময় নানানভাবে আমরা ডিম পেয়ে থাকি। কখনো সরাসরি, আবার কখনো রূপক আকারে।


প্রিয় পাঠক, আসুন আজ ডিমের দিবস কীভাবে উদযাপন করতে পারি, হাস্যরসের মাধ্যমে সেটাই জেনে নিই।


১. ছাত্রজীবনে আমরা নানান সময় নানাভাবে পরীক্ষায় আন্ডা বা ডিম পেয়ে থাকি। কখনো মাত্র একটা প্রশ্নে অথবা কখনো পুরো পরীক্ষার খাতার জন্য। আসুন না, ছাত্রজীবনে কোথায় কোথায় কী জন্য ডিম পেয়েছি, তা শ্রদ্ধার সঙ্গে মনে করার চেষ্টা করি।


২. লোকমুখে একটা কথা প্রচলিত আছে, রিমান্ড নিয়ে নাকি অপরাধীদের ডিমথেরাপি দেওয়া হয়। আসুন, ডিমথেরাপি খেয়েছে এমন ভদ্রলোকের অভিজ্ঞতা শুনে মনে মনে অপরাধ না করার শপথ করে বলি—আহ ডিম, আহারে ডিমথেরাপি।


৩. হাঁস-মুরগির ত্যাগের ফসল ডিম। অথচ প্রচারবিমুখ হাঁস-মুরগি কোনোকালেই আলোচনায় থাকে না। আমরা শুধু কথা বলি তাদের ডিম নিয়ে। কিন্তু কেন? প্রিয় পাঠক, আজকের দিনে অন্ততপক্ষে তাদের কথা শুনি। জানার চেষ্টা করি, ডিম নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী।


৪. ইদানীং ডিম চাহিদার তুলনায় অপ্রতুল। সে জন্য ডিমের দাম শুধু বাড়ছেই। নিজ উদ্যোগী হয়ে হাঁস-মুরগির নেতাদের সঙ্গে আলোচনা করা উচিত। প্রয়োজন হলে তারা তাদের উৎপাদন বাড়াক। সে ক্ষেত্রে স্লোগান হতে পারে... প্রতিদিন তিনটি ডিমের কম নয়, চারটা হলে ভালো হয়।