৮ বছর ধরে কুকুরের সঙ্গে সংসার

সাধারন অন্যরকম খবর October 13, 2017 1,639
৮ বছর ধরে কুকুরের সঙ্গে সংসার

আট বছর ধরে কুকুরের সাথে সংসার করছে ব্রিটিশ এক নারী। যদিও মানুষ তাকে পাগল ভাবছে তবুও তিনি বলেছেন, কুকুরটা তার জন্য সঠিক জীবন সঙ্গী আর তা যেকোন পুরুষের থেকে ভালো।


নর্দান আয়াল্যান্ডের ৪৩ বছরের নারী ওয়েলহেলমিনা মর্গান আট বছর আগে ২০০৯ সালে তার পোষা কুকুর হেনরীকে বিয়ে করেন। তিনি বলেন, যখন আমার মর্গের চাকরিটা চলে যায় তখন আমার খুব দু:সময় আসে আর এই খুব খারাপ সময় হেনরী আমার অনুগত থেকেছে। আমি তাকে রাজা হিসেবে ডাকি কারণ ও আমার জীবনের রাজা।


ব্রিটেনে পোষা প্রাণি বিয়ে করা আইনি কোন বৈধতা নেই, পোষা প্রাণি বিয়েটা একটি আত্মিক বিষয়। কিন্তু মর্গান এই বিয়েকে গুরুত্বের সাথে নেয় এবং তিনি এই বিয়ের একটি সার্টিফিকেটও করিয়ে নেন।


যদিও হেনরী তার একমাত্র পোষা কুকুর নয় তার আরও ১১ টি কুকুর আছে তাদের সাথে তিনি বেশির ভাগ সময় কাটান।


মর্গানের ধারণা একজন পুরুষের থেকে কুকুর ভালো। মর্গানই প্রথম এই ধারণা পোষণ করেন নাই। এর আগে এক ডাচ নারী প্রথম স্বামী বিড়ালের মৃত্যুর পর কুকুরকে বিয়ে করেছিলো।