চতুর্থ শ্রেণির দুই ছাত্র কথা বলছে-
১ম ছাত্র : দোস্ত, গতকাল থেকে আমার মনটা খুব খারাপ।
২য় ছাত্র : কেন?
১ম ছাত্র : মলি ছয় মাস আগে আমাকে গণ্ডার বলেছিল। আমার চামড়া নাকি গণ্ডারের।
২য় ছাত্র : ছয় মাস আগে গণ্ডার বলছে আর তোর মন খারাপ গতকাল থেকে?
১ম ছাত্র : গতকালই যে চিড়িয়াখানায় প্রথম গণ্ডার দেখলাম।