এক পিঁপড়া রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। যাওয়ার পথে এক গ্রামবাসীর সঙ্গে দেখা। ওই লোক বলল- গ্রামবাসী : কিরে পিঁপড়া, তুই গ্রাম থেকে চলে যাচ্ছিস কেন?
পিঁপড়া : আরে আর বলিস না।
গ্রামবাসী : কেন, কি হইছে?
পিঁপড়া : গ্রামে এক হাতি গর্ভবতী হইছে। লোকে আমাকে সন্দেহ করছে।