জগৎ দেখার সাধ সকলেরই থাকে। কেউ কেউ আবার তল্পিতল্পা গুটিয়ে বেরিয়েও পড়েন। বিশেষজ্ঞদের মতে সময়সাপেক্ষ ভ্রমণে ব্যাগে জিনিসপত্র যতটা কম নেওয়া যায় ততই ভাল। এই কথা অক্ষরে অক্ষরে পালন করেন নিক ও লিন্স। বেলজিয়ামের এই দম্পতি দুনিয়া দেখে বেড়ান সম্পূর্ণ বিনা পোশাকে। অর্থাৎ নগ্ন হয়ে।
এখনও পর্যন্ত অস্ট্রিয়া, ব্রাজিল, ইটালি, লুক্সেমবার্গ, ক্রোয়েশিয়া, গ্রিসের মতো দেশ দেখে ফেলেছেন তারা।
প্রথমে বাধা পেলেও দমে যাননি নিক ও লিন্স। বরং নগ্নতাতেই এখন তারা বেশি সাবলীল। নগ্ন এই ভ্রমণ নিয়ে নিয়মিত ব্লগ লেখেন নিক ও লিন্স। ইনস্টাগ্রামে নিয়মিত ছবি পোস্ট করেন।
নিক ও লিন্স জানিয়েছেন, জীবনটা কাপড় ছাড়াই বেশি সুন্দর। তাই যত বেশি সম্ভব নগ্ন ভ্রমণেই ব্যস্ত আছেন তারা।