দাঁত পরিষ্কার করার পাশাপাশি টুথপেস্ট পরিষ্কার করতে পারে আপনার সাদা পোশাক ও রূপার গয়না! জেনে নিন টুথপেস্টের কিছু গৃহস্থালি ব্যবহার।
দীর্ঘদিন ব্যবহার না করার ফলে রূপার গয়না বিবর্ণ হয়ে গেছে? পুরনো টুথব্রাশে খানিকটা সাদা টুথপেস্ট নিয়ে ঘষে ফেলুন গয়না। নিমিষেই ঝকঝকে হয়ে যাবে আগের মতো।
গাড়ির হেডলাইট পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট।
বারবার স্পর্শ করার ফলে পিয়ানোর কি অপরিষ্কার হয়ে পড়ে। ভেজা কাপড়ে সামান্য টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করুন পিয়ানোর কি। দ্রুত দাগহীন হবে।
কনভার্স জুতা পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন টুথপেস্ট।
কাঠের আসবাবে কফির মগ অথবা গরম পাত্র রাখার কারণে সাদাটে দাগ পড়ে গেছে? সামান্য টুথপেস্ট ঘষে নিন। দূর হবে দাগ।
সাদা কাপড়ে লিপস্টিকের দাগ লেগে গেলে দাগের উপর টুথপেস্ট লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে রোদে শুকিয়ে নিন কাপড়।
টেবিল ক্লথ থেকে সসের দাগ ওঠাতেও কার্যকর টুথপেস্ট।
বেসিনের কলের ফ্যাকাসে ভাব দূর করতে ভেজা কাপড়ে সামান্য টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন।
আয়রন পরিষ্কার করতে পারেন টুথপেস্টের সাহায্যে।
তথ্য: ব্রাইট সাইট