আপনার হাতের রেখাতেই নাকি লুকিয়ে আছে ভাগ্য! অনেকেই বিশ্বাস করেন এ কথা। বীর যোদ্ধা আলেকজান্ডারও নাকি এ কথা বিশ্বাস করতেন। হস্তরেখাবিদরা বলছেন, হাতের রেখার মধ্যে এমন চিহ্ন লুকিয়ে থাকে, যা কোনো ব্যক্তির সৌভাগ্যের দিশারী হয়।
এমনই একটি চিহ্ন হলো ইংরেজির 'X' অক্ষরটি। বিশ্বের মাত্র ৩ শতাংশ মানুষের হাতে এই চিহ্নটি দেখতে পাওয়া যায়। হস্তরেখাবিদরা বলছেন, তাঁরা সৌভাগ্যের উত্তরাধিকারী হন।
জীবিত ও মৃত, প্রায় ২০ লাখ মানুষকে নিয়ে সমীক্ষা চালায় মস্কোর এসটিআই ইউনিভার্সিটি। সমীক্ষায় উঠে আসে, যাদের হাতের রেখায় 'X' চিহ্নটি রয়েছে, তাঁরা সমাজে খুবই জনপ্রিয় ব্যক্তি। জীবনে তাঁরা খুবই সফল। তাঁদের বিচক্ষণ ক্ষমতা খুব বেশি। আগাম বিপদ আঁচ করতে পারেন তাঁরা।
খুব বিশ্বস্ত প্রকৃতির হন এঁরা। প্রভূত জ্ঞানের অধিকারী ও বুদ্ধিমানও হন এই সকল মানুষ। সূত্র: ইন্টারনেট