ইংরেজিতে বলতে শিখুন ‘আমি জানি না’

অনলাইনে পড়াশোনা October 5, 2017 4,852
ইংরেজিতে বলতে শিখুন ‘আমি জানি না’

অনেক সময় আমাদের কাছে এমন কোনো প্রশ্ন করা হয় বা এমন কিছু জানতে চাওয়া হয়, যা সম্পর্কে আমরা কিছুই জানি না। এমন ক্ষেত্রে প্রশ্নকর্তাকে এমনভাবে জবাব দেওয়া উচিত, যাতে তাঁর মনে না হয় যে আপনি তাঁকে এড়িয়ে যাচ্ছেন; বরং তিনি সত্যি বুঝতে পারেন যে আপনার জিজ্ঞেস করা বিষয় সম্পর্কে আসলেই কোনো ধারণা নেই।


১. আপনার যদি জিজ্ঞেস করা বিষয় সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকে তবে I have no idea (আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই), I don’t know (আমার জানা নেই), ও I haven’t the foggiest (উচ্চারণ : ফগিয়েস্ট) idea (আমার এ সম্পর্কে বিন্দুমাত্র জানা নেই) এই তিনটি বাক্য ব্যবহার করতে পারেন।


উদাহরণ :

Question: Do you know when the bus shall arrive?

Answer: I have no idea about it.

Question: Who is responsible for the accident?

Answer: I have no clue.

Question: Who broke the glass?

Answer: I haven’t the foggiest idea.


২. অনেক সময় আমাদের এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, যার উত্তর আমাদের জানা থাকে না এবং একই সঙ্গে সেই প্রশ্নটি করায় আমরা কিছুটা বিরক্ত হই প্রশ্নকর্তার ওপরে। এ ক্ষেত্রে How should I know? (আমি কীভাবে জানব?), Don’t ask me (আমাকে জিজ্ঞেস করো না) ও Search me (আমাকে খুঁজে দেখ/আমার জানা নেই) এই তিনটি বাক্য ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে পারেন।


Question: Do you know where he has gone?

Answer: How should I know? We barely talk.

Question: Do you know who stole money from my wallet?

Answer: Don’t ask me.

Question: Do you know who helped him?

Answer: Search me. (এটি একটি শ্লেষাত্মক উত্তর।)


৩. যখন প্রশ্নকর্তা এবং উত্তরদাতা কেউই প্রশ্নের জবাব জানেন না, তখন একটু ঘুরিয়ে, Your guess is as good as mine (তুমি যতটুকু জানো আমিও ঠিক ততটুকুই জানি) বলা যেতে পারে।


Question: Do you know the syllabus for the upcoming exam?

Answer: Your guess is as good as mine.


৪. যখন কোনো বিষয় আপনি ভালোভাবে বুঝতে পারেন না তখন আপনি It beats me (আমি এ বিষয়টি বুঝতে পারছি না) ব্যবহার করুন।


Question: Do you understand the math lesson?

Answer: It beats me.


৫. আপনাকে যদি এমন কোনো প্রশ্ন করা হয়, যার সম্পর্কে আপনি সঠিকভাবে জানেন না। আপনি নিজেও আপনার জবাব যে পুরোটা সঠিক, সেই সম্পর্কে নিশ্চিত নন তা বোঝাতে Not as far as I know (আমার জানামতে এখনো না) ব্যবহার করুন।


Question: Do you know that she got married?

Answer: Not as far as I know. I met her last month and she was not married till then.


৬. প্রশ্নের জবাব যদি কারো কাছেই না থাকে, তবে Who knows? (কে জানে?) ব্যবহার করেন। অবাস্তব প্রশ্নের জবাবে এটি ব্যবহার করা হয়।


Question: When will the animals die?

Answer: Who knows!


পরেরবার থেকে কোনো প্রশ্নের জবাবে সাদামাটা ‘I don’t know’ না বলে ওপরের বাক্যগুলো ব্যবহার করুন।