মনের মানুষকে যেভাবে প্রোপোজ করবেন!

লাইফ স্টাইল October 4, 2017 2,417
মনের মানুষকে যেভাবে প্রোপোজ করবেন!

এমনিতেই আপনি কথাবার্তায় চতুর। কিন্তু ‘তাঁকে’ দেখলেই আপনার গলা শুকিয়ে যায়। কথা বলতে গেলেই আমতা আমতা করেন। কিন্তু এত ভয় পেলে আপনার মনের কথা বলবেন কী করে? তাই আপনার জন্য রইল সহজ কয়েকটি টিপস. . .


এক কাপ চায়ে আমি তোমাকে চাই

চায়ে না পটলে কফি তো রয়েছে। চটপট একটা এসএমএস করে মনের মানুষটির কাছে জানতে চান, আপনার সঙ্গে এক বিকেলে সে কফি খেতে যেতে চায় কি না? উত্তরে যদি হ্যাঁ আসে, তাহলে কেল্লাফতে। কফির কাপ হাতে চলুক আপনাদের আড্ডা। ওই যে বিজ্ঞাপনের ভাষায় বলে না, আ লট ক্যান হ্যাপেন ওভার কফি।


এ গিটারে তুমিই বাজে

গিটার বাজাতে না পারলেও চলবে। গান গাইতে পারেন? নাকি, চটপট লিখে ফেলতে পারেন চারটে লাইন। এই ট্যালেন্ট কিন্তু প্রেমিকাকে ইমপ্রেস করতে পারে দারুন। তাই শান দিন নিজের ট্যালেন্টে আর লেগে পড়ুন।


ভালবাসি ভালবাসি

বাক্স ঠাসা চকলেট, নাকি নতুন ফ্লেভারের আইসক্রিম-কোনটা বেশি পছন্দ আপনার মনের মানুষটির? তাহলে পছন্দ বুঝে একদিন গিফট করে ফেলুন তাঁকে। ব্যাস, দেখবেন, আপনাকে মুখে খুব বেশি কিছু না বললেও চলবে।


একলা পথে সঙ্গী হওয়া

টিউশন বা অফিস থেকে ফেরার পথের রাস্তাটার সুযোগ নিতে ভুলবেন না। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে ফেলুন মনের কথা। আলতো করে হাতে হাত ছুঁয়ে গেলেও সে যদি মানা না করে, তাহলে কিন্তু প্রেমের ট্র্যাফিকে সবুজ সঙ্কেত।