পিস্তল থেকে গুলি করল পুলিশ কুকুর

সাধারন অন্যরকম খবর October 1, 2017 2,256
পিস্তল থেকে গুলি করল পুলিশ কুকুর

আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ শুধু মানুষকেই দেওয়া হয়। এমনকি পুলিশের কুকুরও এ প্রশিক্ষণ পায় না।


কিন্তু প্রশিক্ষণ না থাকলেও কানাডার পুলিশের এক কুকুর পিস্তল থেকে ঠিকই গুলি করে দিয়েছে।


ঘটনাটি কানাডার অ্যালবার্টার চেস্টারমেয়ার এলাকার। সেখানেই এক ব্যস্ত রাস্তা সংলগ্ন গাড়ি পার্কিংয়ে দুই ব্যক্তি অন্য একজনকে আঘাত করছিল এবং পিস্তল নিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল। এ সময় পুলিশকে খবর দেওয়া হয়।


রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ অফিসারদের এ ঘটনার পর সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় পুলিশের কুকুরকে আগে পাঠানো হয়। আর পুলিশ গিয়ে ঠিকই সেই ঘটনায় সন্দেহভাজনদের কাছে পৌঁছায়।


ঘটনাস্থলে কুকুর ও পুলিশ দেখে অভিযুক্তরা অস্ত্র ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ কুকুর অস্ত্র পেয়ে তা থেকে গুলি করে দেয়।


পুলিশ জানিয়েছে, পিস্তলটি লোড করা এবং সেফটি ক্যাচ অন করা ছিল। ফলে কুকুরটি তা নাড়াচাড়া করার সময় গুলি করে দেয়।


তবে এ ঘটনায় কুকুর ও প্রত্যক্ষদর্শী কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের করপোরাল কার্টিস পিটারস জানিয়েছেন, ‘এ বিষয়টি কুকুরদের প্রশিক্ষণ দেওয়া হয় যেন তারা আলামত খুঁজে পায়। ’

তিনি আরও জানান, ‘কুকুরটি ভালো আছে। এটি প্রশিক্ষণ অনুযায়ী কাজ করেছে এবং গুলির পরেও নিজের কাজ ভালোভাবে সম্পন্ন করতে পেরেছে। আর এ কারণে সে নিজের কাজ চালিয়ে নেওয়ার উপযোগী আছে। ’


এ ঘটনার শিকার ব্যক্তি সামান্য আহত হয়েছিলেন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।


সূত্র : ইনডিপেনডেন্ট।