মাত্র ২২ সপ্তাহেই জন্মাল এই ‘ক্ষুদ্রতম’ শিশু

সাধারন অন্যরকম খবর September 24, 2017 1,542
মাত্র ২২ সপ্তাহেই জন্মাল এই ‘ক্ষুদ্রতম’ শিশু

ভারতের মুম্বাইয়ে মাত্র ২২ সপ্তাহ পর শিশু জন্মানোয় অবাক হয়ে গিয়েছিলেন চিকিৎসক থেকে হাসপাতাল কর্মীরা।


ছ’মাসেরও কম সময়ে জন্ম নিয়েছে নির্বাণ নামে ওই শিশুটি।


যাকে ভারতের কনিষ্ঠতম ও ক্ষুদ্রতম অপরিণত সদ্যোজাত বলেই মনে করা হচ্ছে।


স্বস্তির বিষয় হল মস্তিষ্ক থেকে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, বর্তমানে সবই স্বাভাবিক রয়েছে নির্বাণের। গত ১২ মে জন্মায় সে। কিন্তু তার মতোই তার জন্মকাহিনিও বেশ রোমাঞ্চকর।


সাধারণত অপরিণত শিশুদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা যায়। এমনকী ৪০ থেকে ৫০ শতাংশ শিশু এক্ষেত্রে মারা যায়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, মুম্বাইয়ের নির্বাণ এক্কেবারে সুস্থ। আর সেই কারণেই একে অবিশ্বাস্য বলে মনে করছেন তাঁরা।


তবে নির্বাণকে সুস্থ-স্বাভাবিক জীবন দিতে চিকিৎসকরা বড় ভূমিকা পালন করেছেন।


জন্মানোর পর ১৩২ দিন মুম্বাইয়ের হাসপাতালের নিওনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)-এ ছিল সদ্যোজাত।


২২ সপ্তাহে জন্ম নেওয়া শিশুর ওজন ছিল মাত্র ৬১০ গ্রাম। ২২ সেন্টিমিটার মাথা এবং ৩২ সেন্টিমিটারের শরীর। এতেই আন্দাজ মেলে জন্মের সময় ঠিক কতটা ছোট আকারের ছিল সে। ফুসফুসও ছিল অপরিণত। তারপর শুরু হয় চিকিৎসকদের পরীক্ষা।


জানা গিয়েছে, ১৪ জন চিকিৎসক এবং ৫০ জন নার্সের একটি দল দীর্ঘদিন ধরে চিকিৎসা ও দেখভাল করেছেন তার। ৬ মাস ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাকে। এক কেজি ওজন হওয়ার পর ভেন্টিলেটর থেকে বের করা হয় তাকে।


তারপর মায়ের স্তন্যপান করে সে। চিকিৎসক বলছেন, মস্তিষ্ক থেকে রক্ত বেরনোর মতো গুরুতর সমস্যায় পড়ার আশঙ্কাও করা হয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠে সে।