একএকজনের হাতে আঙুল এক-এক রকমের। একএক দৈঘ্যের। তবে তর্জনী এবং অনামিকা দিয়েও কোনও এক ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে বলা যেতে পারে। তর্জনী এবং অনামিকার দৈর্ঘ্য দিয়েই ব্যক্তিত্ব সম্পর্কে বলা যেতে পারে।
A) তর্জনী যখন অনামিকার থেকে ছোট হয়
এই ধরনের মানুষ কোনও কোনও সময় খুব আকর্ষণীয় হয়। এইসব মানুষদের কমিউনিকেশন স্কিল ভাল থাকা এবং ক্যারিশ্মাটিক হন। সিদ্ধান্তে অটল থাকতে পারেন তাঁরা। সহজেই বাধা বিপত্তি এড়িয়ে যেতে পারেন। কথোপকথনে অংশ নেওয়া এঁদের একটা বিশেষ চরিত্র। দেখা যায় এদের মধ্যে থেকেই সফল ইঞ্জিনিয়ার কিংবা বিজ্ঞানী কিংবা শিক্ষক হন।
B) তর্জনী যখন অনামিকার থেকে বড় হয়
এই ধরনের মানুষেরা আত্মবিশ্বাসী এবং স্বয়ংসম্পূর্ণ হন। এঁরা মনোযোগকে উৎসাহ দেন এবং প্রশংসাও পেয়ে থাকেন। নতুন ব্যবসা কিংবা নতুন সম্পর্কের ক্ষেত্রে এঁরা একটু অন্যরকমের হন।
C) তর্জনী এবং অনামিকার যখন সমান হয়
এই ধরনের মানুষেরা শান্তিপূর্ণ এবং ভাল প্রকৃতির হয়। ঝগড়া পছন্দই করেন না। এঁরা জীবনে খুব সংগঠিত এবং সবার সঙ্গেই সম্পর্ক রাখেন। সম্পর্কের ক্ষেত্রে এঁরা বিশ্বস্ত। যেখানে তাঁরা কাজ করেন, সেখানকার কাজের প্রতি তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ হন। আগুনের সামনে এঁদের নিয়ে যাওয়া উচিৎ নয়।
সূত্রঃ ওয়ান ইন্ডিয়া