ঝটপট সহজেই ক্লাব স্যান্ডউইচ

রেসিপি টিপস September 15, 2017 1,493
ঝটপট সহজেই ক্লাব স্যান্ডউইচ

সকালের নাস্তায় বা সোনামণিদের স্কুলের টিফিনে, ঝটপট কিছু করে দিতে চাইলে সব থেকে সহজ উপায় হচ্ছে ক্লাব স্যান্ডউইচ। খুব কম সময় আর কম উপকরণেই তৈরি করতে পারবেন এই স্যান্ডউইচ। আর পুষ্টি থাকছে ভরপুর। আসুন তাহলে যেনে নেই কীভাবে তৈরি করবেন ক্লাব স্যান্ডউইচ।


উপকরণ :

চিকেন সেদ্ধ করে রাখা ২০০ গ্রাম

পাউরুটি স্লাইস ২-৪টি

মেয়োনিজ় ২ চামচ

গোলমরিচ গুঁড়ো ১/২ চামচ

রেড চিলি সস ২ চামচ

ডিম ২টো

চিজ় ২ চামচ

বাটার ৪ চামচ

টোম্যাটো গোল করে কাটা ৩-৪ টুকরো

লবণ স্বাদ মতো

তেল ২ চামচ


প্রণালি :

- সেদ্ধ চিকেন নিয়ে ছুরি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিন।


- এবার হাত দিয়ে চিকেন ছাড়িয়ে নিয়ে বাটিতে রাখুন।


- তাতে দিন মেয়োনিজ়, লবণ, গোলমরিচ গুঁড়ো, রেড চিলি সস মিশিয়ে নিন।


- ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিন।


- এবার পাউরুটির স্লাইসে বাটার মাখিয়ে টোস্ট করে নিন।


- এরপর প্যানে সামান্য তেল গরম করুন।


- তাতে ডিম ফাটিয়ে দিয়ে পোচ বানিয়ে নিন।


- এবার টোস্ট করে রাখা পাউরুটি স্লাইসে বাটার লাগিয়ে নিন।


- তার উপর ছড়িয়ে দিন চিকেনের মিশ্রণ।


- চিকেনের মিশ্রণের উপর আরেকটি পাউরুটির স্লাইস বসিয়ে উপর থেকে চিজ় ছ়ডিয়ে দিন।


- চিজ়ের উপর বসিয়ে দিন ৩-৪ টুকরো টোম্যাটো স্লাইস।


- উপর থেকে ছড়িয়ে দিন গোলমরিচ গুঁড়ো, ডিমের পোচ।


- পোচের উপর ছড়িয়ে দিন নুন, গোলমরিচ গুঁড়ো।


- আরেকটি স্লাইস পাউরুটিতে বাটার মাখিয়ে উপরে বসিয়ে দিন। ব্যাস, তৈরি চিকেন ক্লাব স্যান্ডউইচ।