বড় পরিবর্তন আসতে চলেছে পৃথিবীর শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের। এর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। পাশাপাশি ড্যাশবোর্ডেও পরিবর্তন আসতে চলেছে। এছাড়াও গুগুল একটি নতুন এলিমেন্ট আনতে চলেছে যেখানে ম্যাপ, ইউটিউব, সার্চ সহ গুগুলের সব প্রোডাক্টের ডাটা স্টোর হবে।
সম্প্রতি এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে ২০০৯ সালে লঞ্চ হাওয়া ড্যাশবোর্ডকে ঢেলে সাজাতে চলেছে তারা। এই ড্যাশবোর্ডেরর সাহায্যেই গ্রাহকরা তাদের গুগুল অ্যাকাউন্টে যেকোন পরিবর্তন করতে পারবেন। যারা এখনো নিজেদের অ্যাকটিভিটি টুল ঘেঁটে দেখেননি তারা একবার দেখে নিতে পারেন কোম্পানির নতুন এই ডিজাইন।
এই মাধ্যমে আপনি ডিলিট করতে পারবেন আপনার সার্চ হিস্ট্রি বা পরিবর্তন করতে পারবেন আপনার অ্যাকাউন্টের যেকোন সেটিংস। নতুন এই ড্যাশবোর্ডে নতুন মাই অ্যাকাউন্ট বা মাই অ্যাকটিভিটির মতো টুল দিয়ে সেই কাজ আরও সহজে করতে পারবেন আপনি। এছাড়াও ড্রাশবোর্ড যেন সব ফোনে ঠিকভাবে চলে সেই ব্যাপারে জোর দিচ্ছে কোম্পানি।