কাজী : তুমি কি তোমার ফেসবুক স্ট্যাটাস সিঙ্গেল থেকে ম্যারিড করতে রাজি আছো? বলো অ্যাকসেপ্ট?
ছেলে : অ্যাকসেপ্ট!
মেয়ে : অ্যাকসেপ্ট!
কাজী : অভিনন্দন!
কাজী : স্টাইলিশ বয় ওরফে হাতভাঙা তন্ময়! ৩০০০ ফলোয়ার, ৩৭ জন ফ্যামিলি মেম্বর, ৯০০ লাইকওয়ালা প্রোফাইল পিকচার পাওয়া আইডি নিয়ে তোমার সহিত ম্যারিড স্ট্যাটাসশীপ করিবার রিকোয়েস্ট করিয়াছে, রাজি থাকলে মা বলো অ্যাকসেপ্ট।
মেয়ে : অ্যাকসেপ্ট।
কাজী : আলহামদুলিল্লাহ। অ্যাঞ্জেল পারসা ওরফে ফরসা বানু অ্যাকসেপ্ট করেছে। এবার বাবা তুমি বলো কনফার্ম।
ছেলে : কনফার্ম।
কাজী : কনগ্রাচুলেশন্স! ইউর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি অ্যাজ ম্যারিড। তোমরা এখন স্বামী-স্ত্রী। এখন তোমরা তোমাদের বিয়ের ফটো আপলোড করতে পারো। আর হ্যাঁ, আমাদেরকে ট্যাগ করতে ভুলো না।