কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯-২২ নভেম্বর

পড়াশোনা নিউজ September 12, 2017 1,077
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯-২২ নভেম্বর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর ২০১৭ থেকে ২২ নভেম্বর ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।


উপাচার্য দপ্তরের উপপরিচালক এস এম হাফিজুর রহমান জানান, গতকাল উপাচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানের সভাপতিত্বে উপাচার্যের অফিস কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯ নভেম্বর 'ক' ইউনিট, ২০ নভেম্বর 'খ' ইউনিট , ২১ নভেম্বর 'গ' ইউনিট এবং ২২ নভেম্বর 'ঘ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


পূর্বের 'ঙ' ইউনিটকে 'ক' ইউনিটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক ইউনিটে আবেদন করতে ৬০০ টাকা প্রদান করতে হবে। ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্য পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)-এ প্রদান করা হবে।