সাদিক আলি ব্যস্ত মানুষ। তাঁর সেলুনে গ্রাহকদের ভিড় লেগেই থাকে।
কী আর করেন বেচারা সাদিক। এক হাতেই ধরেন ১৫টা কাঁচি। তারপর খচাখচ চুল দাড়ি সাফ।
হ্যাঁ, পাকিস্তানের লাহোরের ৩৩ বছরের নাপিত সাদিক আলি এক সঙ্গে ১৫টা কাঁচি চালাতে পারেন। তাঁর এই আজব স্টাইলের জন্য সেলুনে উপচে পড়ে ভিড়। সবাই চায়, একবার না একবার তাঁর একসঙ্গে ১৫টা কাঁচির অভিজ্ঞতার শরিক হতে।
সে জন্য সাদিক অবশ্য যথেষ্ট চার্জ নেন। ২০ মিনিটের চুল ছাঁটে খরচ পড়ে ১০০ টাকার কাছাকাছি। সাদিকের গ্রাহক কারা জানেন? ওই দেশের ক্রিকেটাররা। উমর আকমল, সোহেল তানভীর, ইনজামাম উল হক এমনকি পাক কোচ মিকি আর্থার সবাই আসেন তাঁর সেলুনে।
জনৈক চিনা হেয়ার ড্রেসারকে দেখে এভাবে একসঙ্গে এতগুলো কাঁচি চালাতে উৎসাহ পান সাদিক। তবে সেই হেয়ারড্রেসার একসঙ্গে চালাতেন ১০টা কাঁচি। তাঁকে টপকে গিয়ে এবার সাদিকের ইচ্ছে, একসঙ্গে ১৬টা কাঁচি চালানো। তাহলে নাকি গিনেস বুকে নাম তুলবেন তিনি।