রাত তখন ২টার দিকে পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে দক্ষিণ চীনের গুয়াংঝৌর একটি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয় তেত্রিশ বছর বয়সের এক যুবককে। যন্ত্রণায় সে বসতে পর্যন্ত পারছিলেন না। যন্ত্রণার কারণ খুঁজতে গিয়ে চিকিৎসকরা এক্স-রে করে যা দেখলেন, তাতে তাঁদের চক্ষু চড়কগাছ!
তাঁরা দেখেন যুবকের মলদ্বারে আটকে রয়েছে একটা গোটা গ্লাস! একটুও দেরি না করে অস্ত্রোপচার করা হয় যুবকের। বের করা হয় একটি আস্ত কাঁচের গ্লাস। গ্লাসটি লম্বায় প্রায় ৩.২ ইঞ্চি এবং চওড়ায় ২.৮ ইঞ্চি।
চিকিৎসকেরা জানিয়েছেন, গ্লাসটি বের করা হলেও ওই যুবকের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরও বেশ কয়েক দিন সময় লাগবে। চিকিৎসকরা যুবকের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, হাসপাতালে আসার আগে দু’ দিন এই অবস্থাতেই কাটান তিনি। শেষমেশ আর না পেরে ছুটে আসেন হাসপাতালে। তবে কী ভাবে ওই গ্লাসটি তাঁর মলদ্বারে ঢুকেছিল, তা হাজার প্রশ্নের পরও বলেননি ওই যুবক।