২০ বছর ধরে পানির মধ্যেই বাস! এক বৃদ্ধার আজব কাহিনী ...

সাধারন অন্যরকম খবর September 5, 2017 1,791
২০ বছর ধরে পানির মধ্যেই বাস! এক বৃদ্ধার আজব কাহিনী ...

পানিই জীবন। পানি পান নয়, পানির মধ্যে বাস! এক বছর দু'বছর নয়, টানা বিশ বছর ধরে পানির মধ্যে বাস করছেন তিনি। প্রতিদিনের খাবার একবার চা আর মুড়ি। ভাত খান ৫ মাস অন্তর একবার। প্রায় ২০ বছর ধরে এভাবেই কাটিয়ে আসছেন ৬৫ বছরের পাতুরানী ঘোষ। ভারতের মুর্শিদাবাদের সালারের বাসিন্দা তিনি।


সকাল হলেই পানিতে নেমে পড়েন তিনি তারপর গভীর রাতে পানি থেকে উঠে চা মুড়ি খেয়ে কয়েক ঘণ্টা ঘুম। আবার সকাল থেকে পানিতে কাটানো।


বিশ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে এভাবেই কাটাচ্ছেন পাতুরানী। প্রথম দিকে কোনও অজ্ঞাত কারণে আতঙ্কে পানির মধ্যে নেমে বসে থাকতেন। এখন সকাল থেকে রাত পর্যন্ত পানির মধ্যেই কাটান।


এই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামবাসীরা।

পাতুরানী জানিয়েছেন, পানি ছাড়া তার পক্ষে বাঁচা অসম্ভব।


পানির মধ্যে থাকলে তার মনের ভয় দূর হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার এটা মনের রোগ। নিয়মিত কাউন্সিলিং এর মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।


- ইন্টারনেট