যতোবার লড়েছি

পাঁচমিশালী কৌতুক August 31, 2017 1,226
যতোবার লড়েছি

ভোটে দাঁড়িয়েছেন এলাকার জাঁহাবাজ নারী বিলিকিস আপা। খবর পেয়ে ছুটে এলো টিভি রিপোর্টার।


রিপোর্টার: আপা, আপনি ভোটে দাঁড়ালেন কী মনে করে? জিততে পারবেন তো?


বিলকিস: মনে করার কিছু নাই এর মধ্যে। হিসাব পরিষ্কার! স্বামীর সঙ্গে যতোবার লড়েছি, জিত আমারই হয়েছে। তো...