বউ ভালোবাসার জিনিস

পাঁচমিশালী কৌতুক August 29, 2017 1,737
বউ ভালোবাসার জিনিস

বকুল বিয়ে করেছে। প্রথম দিন শ্বশুর বাড়িতে রাতে বউয়ের সাথে থাকতে দিয়েছে। বকুলের বন্ধুরা আগেই বলে দিয়েছে- বউ হচ্ছে ভালোবাসার জিনিস, কষ্ট দিবি না।


অনেক রাতে বকুলের পায়খানার বেগ হচ্ছে। কিন্তু টয়লেট হলো বাড়ির পেছনের বাঁশঝাড়ে। তাই একা যেতে ভয় পাচ্ছে।


আবার বউকে ডাকও দিচ্ছে না। কারণ ওই যে, বউ হলো ভালোবাসার জিনিস, তাকে ভালোবাসতে হয়, কস্ট দিতে হয় না।


অনেকক্ষণ চেপে রেখে না পেরে বকুল তার শাশুড়িকে গিয়ে বলল-


বকুল : আম্মা ওঠেন, আমার পায়খানা ধরেছে।