রোনালদো এখানে চুল কাটে না

নাপিতের কৌতুক August 29, 2017 3,910
রোনালদো এখানে চুল কাটে না

নাপিতের দোকানে ঢুকেই এক লোক বললেন-

লোক : ভাই, আমার চুলটা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো করে দিন তো।


নাপিত কাটতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই লোকটা ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখল, চুলের যাচ্ছেতাই অবস্থা। রেগেমেগে লোকটা বলল-


লোক : ওই মিয়া! আমি না বললাম আমার চুল রোনালদোর মতো করে কাটতে, রোনালদোর ছাট দিতে। আপনি চুলের এ কী হাল করেছেন!


নাপিত : ভাই, ক্রিশ্চিয়ানো রোনালদো তো আর আমাদের এখানে চুল কাটে না। কাটাইলে ওনার চুলেরও এমন স্টাইলই হতো!