স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এক মেয়ে গেল মাজারের এক বাবার কাছে. . .
মেয়ে : বাবা, আমার স্বামী আমাকে শুধু মারে।
বাবা : এইনে তাবিজ। তোর স্বামী বাসায় থাকলে এই তাবিজটা তোর জিহ্বার নিচে দিয়ে রাখবি।
১৫ দিন পর. . .
মেয়ে : বাবা, এখন আর আমার স্বামী আমাকে মারে না। আপনার তাবিজে ভালো কাজ করেছে।
বাবা : এটা তাবিজের ফল নারে, এটা তোর মুখ বন্ধ রাখার ফল।