সম্প্রতি লাদাখ সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের মাঝে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। পারমাণবিক শক্তিধর দুটি দেশ হঠাৎ পাথরকে অস্ত্র হিসেবে গুরুত্ব দেয়ায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।
* আসলে দু’দেশের সৈন্যদল শৈশবে ফিরে গিয়েছিল। কাদার বদলে একে অন্যের দিকে পাথর ছুড়ে তারা পুরনো দিনের স্মৃতি রোমন্থন করছিল।
* চীন-ভারত সীমান্ত বরফে ঢাকা। বরফখণ্ড না পাথরখণ্ড কোনটি ওজনে ভারি, তা নিয়ে দু’দেশের সৈন্যরা এক বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছিল।
* আসলে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই এ আয়োজন। কারণ কামান কিংবা গোলা-বারুদ অনেক দূর থেকে ছুড়তে হয়। কিন্তু পাথর ছুড়তে হলে কাছে আসতে হয়। তাই এই পাথর ছোড়াছুড়ির ব্যবস্থা করা হয়েছিল।
* বেইজিং এবং দিল্লি থেকে সেনাদের বলা হয়েছে প্রতিবেশীদের উপর গুলি দিয়ে হামলা করা চরম অভদ্রতা। প্রতিবেশীর সম্মান রক্ষার্থে হালকা করে পাথর ছুড়ে মাথা ফাটিয়ে দিলেই চলবে।
* আসলে সবই মিডিয়ার সৃষ্টি। তারা একে অপরের সীমান্তে পাথর ছুড়ে আপেল পাড়ার প্রতিযোগিতা করছিল। আর এটাকেই মিডিয়া রঙ মেখে ভিন্ন খবর ছাপিয়েছে।
* দু’দেশই পাথর ছুড়ে বোঝাতে চেয়েছে, ইট-পাথরের ব্যবহারে আমরাই সেরা। চীনারা তাদের মহাপ্রাচীর আর ভারতীয়রা তাজমহলের গৌরব তুলে ধরতেই এ খেলার আয়োজন করে।